শান্তিতে বিশ্বজয়ী, ছোটদের নোবেল বিজয়ী সাদাত রহমানকে সাতক্ষীরা প্রথম আলো বন্ধুসভার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ‘‘শান্তিতে বিশ্বজয়ের কারিগর’ সাতক্ষীরা বন্ধুসভার আবিস্কার’’ শ্লোগানের মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা প্রথম আলো কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা সুভাষ সরকার।
বিশেষ অতিথি ছিলেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মমতাজ আহমেদ বাপি, প্রথম আলোর নিজস্ব প্রতিনিধি কল্যাণ ব্যানার্জি, নাগরিক আন্দোলন মঞ্চ সাতক্ষীরার সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মাসুম, মাইটিভি‘র সাতক্ষীরা জেলা প্রতিনিধি ফয়জুল হক বাবু, দৈনিক ঢাকা টাইমসের সাতক্ষীরা জেলা প্রতিনিধি এম. বেলাল হোসাইন, সাতক্ষীরা বন্ধু সভার সভাপতি জাহিদা জাহান মৌ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, শরিফুল ইসলাম, গোলাম হোসেন প্রমুখ। এসময় নোবেল জয়ী সাদাত রহমানকে সাতক্ষীরা বন্ধু সভার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথি বলেন, এটি শুধু সাতক্ষীরার গর্ব নই, বা সাদাতের বাড়ি জন্মস্থান মাগুরাবাসীর নই। সাদাত বাংলাদেশের গর্ব। আমার মত দেশে বেড়ে উঠেও বিশ্বে যে স্থান সাদাত তৈরি করতে পেরেছে তা অবশ্যই সৌভাগের।
সংবর্ধনা অনুষ্ঠানে জয়ী সাদাত রহমান বলেন, সাতক্ষীরা আমার দ্বিতীয় বাড়ি। সাতক্ষীরা বন্ধুসভার মাধ্যমে সাংগঠনিক বিষয়ে দক্ষতা অর্জন করি। যে কারনে সাতক্ষীরা এবং সাতক্ষীরা বন্ধুসভা চিরদিন হৃদয়ে থাকবে।