করোনাভাইরাস মহামারীর মধ্যেই আগামী ৫ থেকে ৭ জানুয়ারি ঢাকায় বসতে যাচ্ছে ডেপুটি কমিশনার (ডিসি) সম্মেলন।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (জেলা ও মাঠপ্রশাসন অনুবিভাগ) শেখ রফিকুল ইসলাম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
তিনি বলেন, ডিসি সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠান থেকে শুরু করে সবগুলো অধিবেশন এবার ওসমানী স্মৃতি মিলনায়তনে হবে। ডিসিরা ওসমানী স্মৃতি মিলনায়তনেই সম্মেলনে যোগ দেবেন।

তবে প্রধানমন্ত্রীসহ অন্যরা কীভাবে এ সম্মেলনে যোগ দেবেন, তা এখনও ঠিক হয়নি বলে জানান অতিরিক্ত সচিব রফিকুল।

প্রতি বছর এই সম্মেলনের মধ্য দিয়ে দেশের ৬৪ জেলার ডিসিদের সঙ্গে সরাসরি মতবিনিময় করে প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ সরকারের নীতি-নির্ধারকরা।

ডিসি সম্মেলন পিছিয়েছে
সাধারণত জুলাই মাসে ডিসি সম্মেলনের আয়োজন করে সরকার। গত বছর ১৪ থেকে ১৮ জুলাই এই সম্মেলন হলেও এবার করোনাভাইরাস মহামারীর মধ্যে তা করা হয়নি।

অন্যবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের শপলা হলে সরকারপ্রধান নিজেই ডিসি সম্মেলনের উদ্বোধন করেন। আর সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে হয় সম্মেলনের বিভিন্ন কার্য-অধিবেশন।

গতবার ডিসি সম্মেলনের সময় দুদিন বাড়িয়ে পাঁচদিন করার পাশাপাশি প্রধান বিচারপতি, স্পিকার এবং তিন বাহিনীর প্রধানদের সঙ্গেও ডিসিদের বৈঠক হয়।
এবারের ডিসি সম্মেলনের পুরো কার্যসূচি এখনও ঠিক হয়নি বলে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন