দেবহাটায় গার্ড অফ অনার এর মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী মল্লিক দাফন সম্পন্ন

দ্বারা zime
০ মন্তব্য 213 দর্শন

 

 

কে এম রেজাউল করিম দেবহাটা ব্যুরো: দেবহাটা সার্কেলের সহকারী পুলিশ সুপার ইয়াছিন আলীর নেতৃত্বে  থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার সাহার উপস্থিতিতে  গার্ড অব অনার প্রদান করেন পি এস আই সাইফুল ইসলাম ও থানা পুলিশের একটি চৌকস দল ।

দেবহাটা উপজেলা পারুলিয়া ইউনিয়নে মাঝ পারুলিয়া গ্রামের মৃত সিরাজ মল্লিক এর পুত্র ।বাংলার শ্রেষ্ঠ সন্তান, একাত্তরে ৯ নম্বর সেক্টরের আওতায় রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা । সাবুর আলী মল্লিক ১১/১২/২০২০ তারিখ শুক্রবার ভোর ৪ টায় নিজ বাড়ীতে মৃত্যুবরণ করেন ( ওয়াইন্নাইলাইহি রাজিউন) । মৃত্যু কালে তিনি এক পুত্র, এক কন্যা ও এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহ ও আত্মীয়-স্বজন,ভক্তবৃন্দ রেখেযান। তিনি বহুদিন যাবৎ শারিরীক অসুস্থতাই ভুগছিলেন। ১১/১২/২০২০ তারিখ শুক্রবার বেলা ১২ ঘটিকায় নিজ বাসভবনে । গার্ড অফ অনার এর মাধ্যমে রাষ্ট্রীয় মর্যাদায় জুমার নামাজের পর পারিবারিক কবরস্থানে চির নিদ্রায় শায়িত হন বীর মুক্তিযোদ্ধা সাবুর আলী মল্লিক। গার্ড অফ অনার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের পক্ষ্যে সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, এস এম তারেক সুলতান , আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনি, পারুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারাফ হোসেন মশু, উপজেলা ডেপুটি কমান্ডার মোঃ ইয়াছিন আলী, মুক্তিযোদ্ধা এ্যাডঃ ইউনুস আলী, পারুলিয়া ভউনিয়ন কমান্ডার মোঃ সামছুর রহমান, গোলাম বারী, আব্দুস সাত্তারসহ এলাকার অসংখ্য ব্যক্তিবর্গ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন