খুলনা জেলা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১১৫০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে।আটককৃত মাদক ব্যবসায়ীর নাম নুরুল আজিম ওরফে বাবুল (৩৬) ও মোঃ আবুল কাশেম (৩২)। নুরুল আজিম ওরফে বাবুল লক্ষীপুরের মৃত নুরুল হকের ছেলে। আর আবুল কাশেম খুলনা ফুলতলার মৃত গোলাম আলী শেখের ছেলে।

ডিবি পুলিশ জানায়, খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ বিপিএম এঁর দিক নির্দেশনা মোতাবেক অতিরিক্ত পুলিশ সুপার দক্ষীণ সার্কেল জিএম আবুল কালাম আজাদের তত্বাবধানে
খুলনা জেলা ডিবির অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া এর নেতৃত্বে এসআই রাজিউল আমিন, এসআই ইন্দ্রজিৎ মল্লিক সংগীয় অফিসার ও ফোর্সসহ ফুলতলা থানা এলাকায় মাদক উদ্ধার সহ বিবিধ উদ্ধার অভিযান পরিচালনা কালে গতকাল ১২ ডিসেম্বর গোপন সংবাদের ভিত্তিতে ফুলতলা থানাধীন আলকা গ্রামস্থ ফুলতলা উপজেলা বাইপাস রোডে জনৈক বাবুল সরদারের ভাই-ভাই অটো ডোর এন্ড ফার্নিচার নামক দোকানের সামনে পাঁকা রাস্তার উপর থেকে আসামি ১। মোঃ নুরুল আজিম ওরফে বাবুল (৩৬), পিতা- মৃত নুরুল হক, মাতা-ওহিদা বেগম, সাং- বশিকপুর, থানা- চন্দ্রগঞ্জ (৭ নং বশিকপুর), জেলা-লক্ষীপুর কে ধৃত পূর্বক তার হেফাজত হতে ০৬ (ছয়)টি নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাকে মোট ১১২০ (এক হাজার একশত বিশ) পিচ ইয়াবা ট্যাবলেট এবং আসামী ২। মোঃ আবুল কাশেম (৩২), পিতা-মৃত গোলাম আলী শেখ, মাতা-আছিয়া বেগম, সাং-দামোদর (শীতপাশার ডাঙ্গাপাড়া), থানা-ফুলতলা, জেলা-খুলনাকে ধৃত পূর্বক তার হেফাজত হতে ০১ (এক) টি নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাকে ৩০ (ত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেট, সর্বমোট ১১২০+৩০=১১৫০ (এক হাজার একশত পঞ্চাশ) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার পূর্বক ১২/১২/২০২০ খ্রিঃ তারিখ রাত ২২.৪০ ঘটিকার সময় জব্দতালিকা মূলে জব্দ করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে খুলনা জেলা ডিবির ওসি কনি মিয়া জানান,এই ঘটনায় আটককৃত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে এসআই (নিঃ) রাজিউল আমিন বাদী হয়ে ফুলতলা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।তিনি আরো জানান আটকৃত আসামীদের কে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন