স্বাধীনতার মহানায়ক বাংলাদেশর মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৩ ডিসম্বর ) সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ ভবনের সামনে জেলা মুক্তিযোদ্ধা সাংসদ সাতক্ষীরার আয়োজনে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু’র সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, সাবেক সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. হাসানুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা এড. মোস্তফা নুরুল আলম, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আব্দুল বারী, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড’র সদস্য সচিব লায়লা
পারভীন সেঁজুতি প্রমুখ। এসময় বক্তারা বলেন, ‘বীর মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

মহান মুক্তিযুদ্ধের চেতনায় বীর মুক্তিযোদ্ধার প্রয়োজন আরো একটি যুদ্ধো করবে ও সন্তানদের সর্বদা নিয়োজিত রাখতে হবে। বাংলাদেশ আওয়ামীলীগ সরকার দেশের ক্ষমতায় না থাকলে মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার নিশ্চিহ্ন হয়ে যাবে। যারা স্বাধীনতা বিরোধী তারা আজো সক্রিয় এবং বিভিন্ন ষড়যন্ত্রে লিল্প আছে। এজন্য মুক্তিযোদ্ধাদের সন্তানদের নিয়ে একটি প্রশিক্ষণের মাধ্যমে ব্রিগেড তৈরি করতে হবে। বিবাংলাদেশ আওয়ামীলীগ সরকারকে টিকিয়ে রাখতে হলে কঠিন অবস্থানে থাকতে হবে।’ এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাসনে জাহিদ জজ, বীর মুক্তিযোদ্ধা শেখ তৈয়েবুর রহমান শান্ত, বীর মুক্তিযোদ্ধা অরূন কুমার ব্যানার্জি, বীর মুক্তিযোদ্ধা কালিদাস রায়,জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ‘ র যুগ্ম আহবায়ক মাহমুদ আলী সুমন , আব্দুর রহিমসহ জেলা ও সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন