গতকাল ১২ ডিসেম্বর ২০২০ খ্রিষ্টাব্দ তারিখ নাটমন্দির, জেলা প্রশাসকের কার্যালয়, গাজীপুর এ গাজীপুর জেলার সকল সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে জেলা পর্যায়ে জাতির পিতা বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য অবমাননার বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ আলোচনা সভা ও করণীয় নির্ধারণ সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাজীপুরের জেলা প্রশাসক এস.এম. তরিকুল ইসলামের সভাপতিিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য প্রদান করেন গাজীপুরের জেলা ও দায়রা জজ মমতাজ বেগম,গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার,জিএমপির উপ-পুলিশ কমিশনার অপরাধ (উত্তর) বিভাগ জাকির হাসান প্রমূখ।
উক্ত প্রতিবাদ সভায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ, উপ-পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ) মোহাম্মদ নূরে আলম, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ হুমায়ুন কবির, উপ-পুলিশ কমিশনার (এস্টেট) মোঃ মিজানুর রহমান, পিপিএম সহ জেলার সকল দপ্তরের কর্মকর্তা গণ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় ব্যক্তারা কুষ্টিয়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। পাসাপাসি ঐ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।