আজ ১৬-ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশের আয়োজনে মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যদের সম্মাননা প্রদান করা হয়েছে। বুধবার বেলা ১.১৫ মিনিটে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ সন্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর সভাপতিত্বে উক্ত সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।প্রধান অতিথি তাঁর ব্যক্তব্যে মহান মুক্তিযুদ্ধে ৯ নং ক্যাম্পে কমান্ড হিসাবে দায়িত্ব পালন করার সেই স্মৃতিচারণ করেন।তিনি বলেন, মুক্তিযুদ্ধে রাজারবাগের পুলিশ সদস্যরা সর্ব প্রথম পাক হানাহার বাহিনীর উপর হামলা করে। এজন্য আমি তাদের কে শ্রদ্ধা করি। 

অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার অর্ধ শতাধিক  বীর মুক্তিযোদ্ধা অবসর প্রাপ্ত পুলিশ সদস্যদের সন্মাননা প্রদান করা হয় এবং সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে তাঁদের কে গির্ফট হাম্পার প্রদান করা হয়।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যরা তাদের বিভিন্ন দাবী-দাবা উর্থাপণ করেন পুলিশ সুপারের কাছে। পুলিশ সুপার তাদের দাবী-দাবা গুলো বাস্তবায়ন করবেন বলে আস্বস্থ করেন। অনুষ্ঠানে এ সময় সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মো:আসাদুজ্জামান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিন,তালা সার্কেলের সিনিয়র এএসপি হুমায়ুন কবির, দেবহাটা সার্কেলের সহকারি পুলিশ সুপার শেখ ইয়াছিন আলী,বিশেষ শাখার ডিআইওয়ান মিজানুর রহমান, সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান, জেলা ডিবির ভারপ্রাপ্ত ওসি বাবুল আক্তার,ট্রাফিক পুলিশের টিআই হারুণ উর রশিদ সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিশেষ শাখার সহকারি পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন