গত ইং ২৩/০১/২১ তারিখ বিকাল ৫ টায় সময় জনৈক ব্যক্তি সংবাদ দেয় যে, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল এর পশ্চিম পাশের ওয়ালের নিকট মাটিতে একদিনের একটি ছেলে শিশু বাচ্চা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে।

উক্ত সংবাদটি  সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার কে অবগত করলে পুলিশ সুপারের দিক নির্দেশনা মোতাবেক সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহ্উদ্দিনের তত্বাবধানে সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামানের নেতৃত্বে  এসআই শরিফুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিত্যক্ত শিশু ছেলে বাচ্চাকে উদ্ধার করে।

পরে তাৎক্ষনিকভাবে জানা যায় হিরা নামে একটা মহিলা (কথিত নাম) একদিন পূর্বে পেটে বাচ্চা নিয়ে আসে এবং বাচ্চা হসপিটালে প্রসব করার পর ইং ২৩ তারিখ বিকাল বেলায় বাচ্চাটি নিজ জিম্মায় নিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে চলে যায়।

পুলিশ জানায়,শিশু বাচ্চাটি বর্তমানে সাতক্ষীরা থানার তত্বাবধানে চিকিৎসাধীন আছে। শিশু বাচ্চার কথিত মা হিরা বেগমকে খোঁজা হচ্ছে। হসপিটালের রেজিষ্ট্রারে উক্ত মহিলা কোন ঠিকানা প্রদান করে নাই।

এ বিষয়ে সাতক্ষীরা থানার সাধারন ডায়রী নম্বর ১২৯৭ তারিখ ২৩/০১/২১ লিপিবদ্ধ করা হয়েছে। শিশু বাচ্চাটির প্রয়োজনীয় কাপড় চোপড় সহ গুড়া দুধ ও যাবতীয় সকল বিষয়ে অফিসার ইনচার্জ আসাদুজ্জামান কিনে দেন এবং ওসি  নবতাজক শিশুটিকে দেখা শুনা করছে। বর্তমানে উক্ত শিশু বাচ্চাটি অফিসার ইনচার্জ সাতক্ষীরা থানা, সাতক্ষীরার তত্বাবধনে আছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন