মাহফিজুল ইসলাম আককাজ : ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনতলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) বেলা ১টায় বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যায় পরিচালনা পরিষদের সভাপতি ও আগরদাঁড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. হাবিবুর রহমান (হবি)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করে ভিত্তি প্রস্তর করে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
বিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস.এম মারুফ তানভীর হুসাইন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমিন, সহকারি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু হেনা মোস্তফা কামাল, সদর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল গণি, জেলা যুবলীগ নেতা মীর মহিতুল আলম মহি, পৌর আওয়ামীলীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, আগরদাঁড়ি ইউপি চেয়ারম্যান মো. মজনুর রহমান মালি, জেলা ছাত্রলীগ নেতা কাজী হাশিম উদ্দিন হিমেল, শিবপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. শওকাত আলী, কুশখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইউছুফ আলম, বাঁশদহা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মাস্টার মফিজুল ইসলাম প্রমুখ। ইন্দিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ৩৮১ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সাতক্ষীরা’র বাস্তবায়নে তিনতলা ভবন নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয় এবং ফিতা কেটে বিদ্যালয়ের নব-নির্মিত গেট উদ্বোধন করেন এমপি রবি। এসময় বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।