গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) আশরাফ-উল- ইসলাম, পিপিএম এর বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।আজ জিএমপির কনফারেন্স রুমে তাকে এ বিদায়ী সংবর্ধনা জানান জিএমপির কসিশনার খন্দকার লুৎফুল কবির পিপিএম।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) আশরাফ-উল- ইসলাম, পিপিএম এর চাকুরী জীবনের ৩৩ বছর ৮ মাস ০৫ দিন অতিবাহিত করলেন। আশরাফ-উল-ইসলাম পিপিএম ২৪/০১/১৯৮৭ সালে বাংলাদেশ পুলিশ এ সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন এবং সততা, নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে এসেছেন। তিনি গত ১১/০৪/২০১৫ সাথে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত হয়ে ২৯/০৫/২০১৮ সালে সহকারী পুলিশ কমিশনার হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এর সূচনা লগ্ন থেকে অদ্যবধি তার উপর অর্পিত দায়িত্ব পেশাদারিত্বের সাথে পালন করে এসেছেন।
অদ্যকার বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব খন্দকার লুৎফুল কবির পিপিএম-সেবা মহোদয়। কমিশনার।অনুষ্ঠানে বিদায়ী অতিথির শারিরিক সুস্থতা ও পরিবার পরিজনের সুস্থতা কামনা করা হয়।
এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ বরকতুল্লাহ খান বিপিএম-সেবা, দক্ষীণ বিভাগের অপরাধ শাখার উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ সহ সকল বিভাগের উপ-পুলিশ কমিশনারগণ এসময় উপস্থিত ছিলেন।