আজ পহেলা মার্চ, ২০২১ খ্রিঃ তারিখে খুলনা মেট্রোপলিটন পুলিশ এবং খুলনা রেঞ্জ পুলিশের যৌথ উদ্যোগে নগরীর বয়রাস্থ কেএমপি’র পুলিশ লাইন্সে কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের স্মরণে “পুলিশ মেমোরিয়াল ডে-২০২১” উদযাপন উপলক্ষে র‍্যালি, শ্রদ্ধাবেদীতে পুষ্পার্ঘ্য অর্পণ, গার্ড অব অনার, মোনাজাত, নিহতদের স্মরণে ০১ মিনিট নিরবতা পালন, ক্রেস্ট ও উপহার সামগ্রী বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত পুলিশ মেমোরিয়াল ডে ২০২১ এর আলোচনা সভায় সভাপতিত্ব করেন কেএমপি’র পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা মহোদয়। এ-সময় উপস্থিত ছিলেন মহাঃ আশরাফুজ্জামান (বিপিএম), ডিআইজি (কমান্ড্যান্ট) পিটিসি, খুলনা,

খুলনা রেজ্ঞের অতিরিক্ত ডিআইজি (অপারেশন এন্ড ক্রাইম) একেএম নাহিদুল ইসলাম (বিপিএম), এসএম ফজলুর রহমান, অতিঃ পুলিশ কমিশনার (ক্রাইম), কেএমপি; হাবিবুর রহমান খান, অতিরিক্ত ডিআইজি, (ডেপুটি কমান্ড্যান্ট) পিটিসি, খুলনা, সরদার রকিবুল ইসলাম (বিপিএম-সেবা), অতিঃ পুলিশ কমিশনার (এএন্ডও), কেএমপি; লে. কর্ণেল রওশনুল ফিরোজ, অধিনায়ক, র‍্যাব-৬, খুলনা মহোদয়গণ-সহ খুলনা প্রেসক্লাব এর সভাপতি; খুলনা মহানগর কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক; খুলনা মহানগরী ও খুলনা জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের কমান্ডারগণ, কেএমপি, খুলনা রেঞ্জ ও সকল ইউনিটের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন পুলিশ অফিসারবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং কর্তব্যরত অবস্থায় নিহত পুলিশ সদস্যদের পরিবারবর্গ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন