করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সরকার ঘোষিত ১৪/০৪/২০২১ ইং তারিখ হইতে ২১/০৪/২০২১ ইং তারিখ পর্যন্ত ০৮ দিনের কঠোর লক-ডাউনের প্রথম দিনে বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড.বেনজীর আহমেদ বিপিএম (বার) এঁর নির্দেশনা মোতাবেক  সাতক্ষীরা জেলা পুলিশ  সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর তত্বাবধানে ১৪ এপ্রিল ২০২১ খ্রিস্টাব্দ তারিখে  লক ডাউন বাস্তবায়নে মাঠে নামে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) সজিব খানের নেতৃত্বে সাতক্ষীরা হেড কোয়ার্টার  সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসেন, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মোঃশামসুুল হক,  সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ বুরহান উদ্দিন, ট্রাফিক পুলিশের পরিদর্শক হাসান মল্লিক, সার্জেন্ট মুকুল, সার্জেন্ট মামুন,সার্জেন্ট শুভ্র সহ সাতক্ষীরা থানার সকল ফোর্স শহরের প্রধান প্রধান সড়কে  লক ডাউন বাস্তবায়নে  অভিযানে নামেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অপরাধ  মোঃ সজিব খান রাস্তায় চলাচলরত ২/১ জন পথচারী দেখে তাদের কে দাঁড় করান এবং প্রশ্ন করেন লক ডাউনে কোথায় যাবেন?আপনি কি পুলিশের মুভমেন্ট পাস নিয়েছেন? এসময় ২/১ জন পথচারী পুলিশের প্রশ্নের উত্তর দিয়ে এবং মটর সাইকেলের পেপারর্স দেখিয়ে  জরুরী কাঁচা বাজার বা ঔষধ কিনতে চলে যান।

পরে অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সজিব খানের নেতৃত্বাধীন টিম তালার সুবাসিনী এলাকার চেকপোস্ট এলাকায় গিয়ে লক ডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন। 

অপর দিকে সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুল হকের নেতৃত্বে সাতক্ষীরা থানার ওসি বুরহান উদ্দিন ও সঙ্গীয় ফোর্স শহরের বিভিন্ন পয়েন্টে লক ডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন। 

এছাড়া জেলা ডিবির ওসি ইয়াছিন আলম চৌধুরী র নেতৃত্বে পরিদর্শক বাবুল আক্তার, পরিদর্শক জহির,সেকেন্ড অফিসার মোস্তফা, এসআই মুনির, এসআই মহসিন তরফদার একটি মাইক্রোবাস  যোগে কলারোয়া, দেবহাটা, সাতক্ষীরা, তালা, আশাশুনি পর্যন্ত রাউন্ড দিয়ে লক ডাউন বাস্তবায়নে অভিযান পরিচালনা করেন। 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন