ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম  এর সভাপতিত্বে আজ ০৬ জুন,২০২১ খ্রিঃ তারিখ রোজ রবিবার দুপুর ১২.০০ ঘটিকায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স এর সম্মেলন কক্ষে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সকল ইউনিটসমূহের (আইপি-১ হতে আইপি-৬) পুলিশ সুপারবৃন্দের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (Annual Performance Agreement) স্বাক্ষর প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

ইন্ডাস্ট্রিয়াল পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম  ইন্ডাস্ট্রিয়াল পুলিশের বার্ষিক কার্যসম্পাদন চুক্তির প্রয়োজনীয়তা, গৃহীত কার্যক্রম বাস্তবায়ন নিশ্চিতকরণসহ ত্রৈমাসিক ভিত্তিক মূল্যায়ন ও নিরীক্ষণের গুরুত্বসহ সার্বিক বিষয়ে বক্তব্য প্রদান করেন।

এছাড়াও তিনি শিল্পঞ্চালসমূহের ইউনিটভিত্তিক বাস্তবমুখী ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গ্রহণ, করোনাকালীন সময়ে শিল্প-কারখানার আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশের অর্জনসমূহ, মাঠ পর্যায়ে বিভিন্ন ধরনের সমস্যা ও চ্যালেঞ্জসমূহ চিহ্নিতকরণসহ এগুলো উত্তরণে উদ্ভাবনমূলক বিভিন্ন পদক্ষেপ গ্রহণের বিষয়ে সুনির্দিষ্ট দিক-নির্দেশনা প্রদান করেন।

অতঃপর অতিরিক্ত আইজিপি  ইন্ডাস্ট্রিয়াল পুলিশ এর কর্মপরিধি বিস্তৃতি, অবকাঠামোগত উন্নয়ন, সর্বোচ্চ পেশাদারিত্ব মনোভাব নিয়ে জনসাধারণ তথা শিল্প-কারখানায় জড়িত সকল নাগরিককে সেবা প্রদানসহ নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিত করতে আরো তৎপর হতে উপস্থিত সকলকে নির্দেশনা প্রদান করাসহ সকলের সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।

উক্ত অনুষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স এর ডিআইজি মোঃ মাহাবুবর রহমান বিপিএম, পিপিএম মহোদয়, পুলিশ সুপার (অপস্ এন্ড ইন্টেলিজেন্স)  শোয়েব আহাম্মদ, পিপিএম  পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)  উত্তম কুমার পাল এবং ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-১,২ ও ৪ এর পুলিশ সুপারবৃন্দসহ অত্র ইউনিটের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন