খুলনা রেঞ্জের মে ২০২১ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১.০০ ঘটিকায় খুলনা রেঞ্জ অফিস সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে খুলনা রেঞ্জের উর্ধ্বতন পুলিশ অফিসারদের সাথে মে’ ২০২১ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম (বার)।
এ সময় আরও উপস্থিত ছিলেন এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), নজরুল ইসলাম, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশনস্) খুলনা রেঞ্জ,রেঞ্জ অফিসের পুলিশ সুপার (মিডিয়া এন্ড ক্রাইম অ্যানালাইসিস) রিয়াজুল কবির সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
অপর দিকে ভিডিও কনফারেন্সের অপর প্রান্তে খুলনা রেঞ্জের দশ জেলার পুলিশ সুপার যুক্ত ছিলেন।