১৫ আগস্ট ১৯৭৫ ঘটে যাওয়া জাতির ইতিহাসের কলংকজনক অধ্যায় নিয়ে নাটক “অভিশপ্ত আগস্ট”। বাংলাদেশ পুলিশ নাট্যদল প্রযোজিত এই নাটকটি ৩১ জুলাই শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে উদ্বোধনী মঞ্চায়ন হয় রাজারবাগ পুলিশ লাইন্সে অবস্থিত বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামের মঞ্চে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এবং সভাপতিত্ব করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার) । প্রধান অতিথি মহোদয় তার বক্তব্যে নাটকটির ভূয়সী প্রশংসা করেন এবং নাটকের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান। সভাপতি ডিএমপি কমিশনার নাটকটি সমগ্র বাংলাদেশে প্রচারের জন্য সার্বিক সহোযোগিতার আশ্বাস দেন।

ইতিহাস আশ্রিত গবেষণালব্ধ এ নাটকটি উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়। নাটকটির মূল ভাবনা, গল্প সংকলন, গবেষণা এবং সার্বিক সহোযোগিতায় ছিলেন ঢাকা রেঞ্জের সম্মানিত ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো: হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এবং নির্দেশনায় ছিলেন নারায়ণগঞ্জের পুলিশ পরিদর্শক  জাহিদুর রহমান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন