মীর আবুবকর : সাতক্ষীরায় র‌্যাবের পৃথক অভিযানে ৩টি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে ১০ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। র‌্যাব-৬ খুলনার নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদিম শাহ জরিমানার আদেশ দেন। র‌্যাব-৬ সাতক্ষীরায় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযান চালায়। এ সময় ভেজাল মিষ্টি তৈরী ও কারখানার নোংরা পরিবেশে মিষ্টি তৈরী, লাইসেন্স নবায়ন না থাকা ও স্বাস্থ্য বিধি অনুসরণ না করায় মালিক শিব প্রসাদ ঘোষকে ৪ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন।

অপরদিকে র‌্যাবের অপর অভিযানে সাতক্ষীরা বিসিক শিল্প নগরীতে চায়না বাংলা ফুডসের কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে ৫ লাখ টাকা জরিমানা করেন। এছাড়া শহরের মুনজিতপুরস্থ হোটেল রাজে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও লাইসেন্স নবায়ন না থাকায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

এসময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন অফিসের স্যানিটারী ইন্সপেক্টর রবিন্দ্র নাথ সরকার, বিএসটিআই প্রতিনিধি সাফায়েত হোসেন। ভ্রাম্যমান আদালতে নিরাপদ খাদ্য আইনে জরিমানা আদায় করেন।

জেলার বিভিন্ন এলাকায় র‌্যাবের এই অভিযান অব্যাহত থাকবে। র‌্যাব-৬ সিপিসি ১ কোম্পানি কমান্ডার ইশতিয়াক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন