র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার ৬০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে। সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়স্থ প্রাইম ব্যাংকের সামনে থেকে শনিবার রাতে তাকে আটক করা হয়। আটক চোরাচালানীর নাম শহিদুল ইসলাম (৫৪)।

তিনি সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মৃত সিরাজ উদ্দীন সরদারের ছেলে।

র‌্যাব জানায়, সাতক্ষীরা শহরের সঙ্গীতা মোড়স্থ প্রাইম ব্যাংকের সামনে রাতে কয়েকজন চোরাচালানী মাদকদ্রব্য ক্রয় বিক্রয় করা জন্য অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় সেখান ৪ হাজার ৬০০ পিস ইয়াবাসহ উক্ত চোরাচালানীকে হাতেনাতে আটক করা হয়। এসময় তার কাছ দুটি মোবাইল ফোন, একটি সিম কার্ড, নগদ চার হাজার টাকা ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

র‌্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লীডার মো: ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, আটক চোরাচালানীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন