সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষার্থে সাতক্ষীরা সদর ফাঁড়ির আয়োজনে  পুলিশের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার দুপুরে পুরাাতন সাতক্ষীরার সেঞ্চুরি কমিউনিটি সেন্টারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।সাতক্ষীরা সদর ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ দেলোয়ার হুসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি তার ব্যক্তব্যে  বলেন, অনেক কষ্টে অর্জিত আমাদের এই স্বাধীন বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ। কিন্তু একটি কুচক্রী মহল ৭১ এর পরাজিত শকুনেরা বার বার আমাদের জাতীয় পতাকা কে খাঁমচে ধরার চেষ্টা করে যাচ্ছে। তারা এদেশের উন্নয়ন চায় না বলেই পুজামন্ডপে পবিত্র কোরআন শরীফ রেখে হিন্দু দের উপর দোষ চাপিয়ে দেশ ব্যাপি সংখ্যালঘু দের বাড়িঘরে হামলা চালিয়ে দেশে অরাজকতার সৃষ্টি করে যাচ্ছে প্রতিনিয়ত। সদর ওসি দেলোয়ার হুসেন বলেন,সোশ্যাল মিডিয়ায় না জেনে না বুঝে কোন গুজব শেয়ার করা যাবেনা, অন্যের ধর্মীয় অনুভুতিতে আঘাত আনতে পারে এমন কোন জিনিস শেয়ার করা যকবেনা। তিনি আরো বলেন,বাংলাদেশ একটি সাম্প্রদায়িক দেশ। এখানে হিন্দু-মুসলমান ভাই ভাই।কেউ কারো ধর্ম নিয়ে কটাক্ষ করা যকবেনা।

মতবিনিময় সভায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম,সেকারী কলেজের সাবেক প্রিন্সিপ্যাল সুকুমার কুমার দাস, প্যানেল মেয়র মিলন হোসেন, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আইনুল ইসলাম নান্টা প্রমুখ।অনুষ্ঠানে জেলা রাসেল ও শিশু কিশোর পরিষদের সভাপতি শেখ রাশেদুজ্জামান রাশি,   জেলা মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ  ,বড় বাজার ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক আব্দুর রহিম বাবু,সাবেক কাউন্সিলর আব্দুস সেলিম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন