উপসচিব পদমর্যাদার ২১৩ জন কর্মকর্তাকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে।এর মধ্যে বাগেরহাটের কৃতিসন্তান ও প্রধান মন্ত্রীর কার্যালয়ের পরিচালক-৬, ক্লিন ইমেজধারী ডেপুটি সেক্রেটারি শামীম আহম্মেদ ও খুলনার সাবেক সফল ডিসি ও স্বরাষ্ট্রমন্ত্রণালয়েয় জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ হেলাল হোসেন সহ ২১৩ জন কর্মকর্তাকে যুগ্মসচিব হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। শুক্রবার (২৯ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব এ বি এম ইফতেখারুল ইসলাম খোন্দকারের সই করা দু’টি প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।
এর মধ্যে ১০ জন বিদেশে বিভিন্ন হাই কমিশনে কর্মরত আছেন। বাকি ২০৩ জন বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে কর্মরত আছেন।
এ নিয়ে প্রশাসনে মোট যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়ালো ৮০৩ জন। যদিও সরকারের যুগ্ম সচিবের নিয়মিত পদের সংখ্যা চারশোর কিছু বেশি।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকা: