আলতাফ হোসেন বাবু : স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও যখন স্বাধীনতা বিরোধী যুদ্ধোপরাধীদের বাংলার মাটিতে বিচার হয়েছে, তেমনি ইনজা, হৃদয়সহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের যারা রক্ত ঝরিয়েছে তাদেরও বিচার হবে।
ভুঁইফোড় সংগঠনের মাথায় বসে যারা বৈকারীতে সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের কোন রক্ষা নেই। নৌকা দেশের স্বাধীনতার প্রতিক, নৌকা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিক, নৌকা উন্নয়নের প্রতিক।
আপনারা বৈকারীবাসী ঐক্যবদ্ধ ভাবে আগামী ১১ নভেম্বর চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান অসলে কে নৌকা প্রতিকে ভোট দিয়ে বিজয়ের মাধ্যমে গত ২৭ আক্টোবর বিকালে আওয়ামী লীগের মিছিলে জামাত-শিবিরের সন্ত্রাসী হামলার প্রতিশোধ নিবেন।
বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগ ও আসন্ন ইউনিয় পরিষদ নির্বাচন পরিবচালনা কমিটির যৌথ আয়োজনে মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় কাথন্ডা বাজারে অনুষ্ঠিত জামাত-শিবীর কতৃক সন্ত্রাসী হামলার নিন্দা ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম এসব কথা বলেন।
বৈকারী ইউনিয়ন পরিষদ নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক আওয়ামী লীগ নেতা মহাসিন কবীর পিন্টুর সভাপতিত্বে ও বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু, দপ্তর সম্পাদক শেখ হারুণ উর রশিদ,
জেলা আ’লীগের অন্যতম সদস্য আলহাজ্ব এসএম শওকত হোসেন, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহমেদ স্বপন সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক শাহজান আলী, সহ-সভাপতি ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুন:রায় দলীয় চেয়ারম্যান পদপ্রাথী আসাদুজ্জামান অসলে, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রভাষক, আফাজ উদ্দীন, সদর উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান, আলীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডাক্তার মশিউর রহমান মউর।
এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান কহিনুর ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান, বৈকারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা সহ্ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম আরো বলেন, ২০১৬ সালে নৌকা প্রতিকে ভোট দিয়ে আপনারা আসাদুজ্জান অসলে কে পাশ করিয়েছেন বলেই সাতক্ষীরা সদর উপজেলার অন্যান্ন ইউনিয়নের চেয়ে বৈকারী ইউনিয়নে রাস্তা-ঘাট, বিদ্যুৎ সহ বিভিন্ন ক্ষেত্রে উন্নয়ন হয়েছে।
তিনি আওয়ামী লীগের সহযোগী সংগঠন থেকে আসা বিদ্রোহী প্রার্থী মোস্তফার উদ্দেশ্যে বলেন আপনার পরিবারের লোকজন পাকিস্থানের মুসলীম লীগের লোক ছিলো। তাই মুসলীম লীগের লোক কখনো আওয়ামী লীগের লোক হতে পারেনা। ভুঁইফোড় সংগঠনে থেকে বৈকারী শান্তি প্রিয় মানুষদের মাঝে সন্ত্রাসী কর্মকান্ড করে যাবেন, তা কিন্তু প্রশ্রয় দেওয়া হবে না।
আপনি সাবধান হয়ে যান। জঙ্গীবাদ, সন্ত্রাস ছেড়ে আওয়ামী লীগের পতাকা তলে আসুন। আগামী ১১ নভেম্বর বৈকারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিক বিজয়ের জন্য ভোট চান। দলীয় প্রার্থী আসাদুজ্জামান অসলে কে ভোট দিন।
প্রধান অতিথি এসময় জামাত-শিবীরের উদ্দেশ্যে বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পরেও যখন স্বাধীনতা বিরোধী যুদ্ধোপরাধীদের বাংলার মাটিতে বিচার হয়েছে, তেমনি ইনজা, হৃদয়সহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের যারা রক্ত ঝরিয়েছেন তাদেরও বিচার হবে আপনারা প্রস্তুত থাকেন।
দেশের উন্নয়নের দিকে তাকিয়ে আপনারাও নৌকা প্রতিকে ভোট দিন। নৌকা প্রতিকে যদি ভোট দিতে লজ্জা করে, তবে আসাদুজ্জামান অসলের নামের উপরে সিল মারেন।
তাও যদি না পারেন তবে ভোটের দিন নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসবেন না পরিনতি ভালো হবেনা কিন্তু আওয়ামী লীগ ঐকবদ্ধ ভাবে আপনাদের সন্ত্রাসের বিরুদ্ধে কঠিন জবাব দিবে।
প্রধান অতিথি মোঃ নজরুল ইসলাম পরিশেষে আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থকদের নৌকা প্রতিক বিজয়ের লক্ষে অতন্দ্র প্রহরীর মতো ভূমিকা পালন করার আহবান জানান।