সাতক্ষীরায় জেল হত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা আ’লীগের আয়োজনে গতকাল বিকালে জেলা ছাত্রলীগের কার্যালয়ে সদর আসনের সংসদ সদস্য ও জেলা আ’লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি আবু আহমেদ, শেখ সাইদউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, সদর উপজেলা ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার হোসেন, মহিলা আ’লীগের সাধারণ সম্পাদিকা জ্যোস্না আরা, শামীমা পারভীন রত্না, জহিরুল হক নান্টু, রাশিদুজ্জামান রাশি, খন্দকার আরিফ হাসান প্রিন্স, কাজী ইকবাল হোসেন, আছাদুজ্জামান লিটু, হিমেল, মো: সুমন হোসেন, মীর মোস্তাক আলী প্রমুখ।

সভাপতি সমাপনী বক্তব্যে বলেন, মহান মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের কারাগারে বন্দিরাখা হয়েছিল। সেই দূর্যোগময় মুহুর্তে জাতীয় চার নেতা দক্ষতার সাথে মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আমরা চাই এর বিচার হোক এবং খুনিদের শাস্তি হোক।

খুনিদের আড়ালে রেখে কোন দিন সোনার বাংলা গড়ে তুলা সম্ভব নয়। সভা শেষে জেল হত্যা দিবসে নিহতদের স্মরনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন তুফান কোম্পানী জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শেখ ওমর ফারুক। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আ’লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন অর রশীদ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন