মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরা আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসার ২০২১ সালের আলিম পরীক্ষার্থী ছাত্রীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মাদ্রাসার হলরুমে মাদ্রাসার অধ্যক্ষ মো. রুহুল আমিন’র সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ- কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “সুন্দর জীবন গঠনে ইসলামী দ্বীনি শিক্ষা অর্জনের বিকল্প নেই। মাদ্রাসার সুনাম রক্ষার্থে মেধার মাধ্যমে পরীক্ষায় ভাল ফলাফল করার আহবান জানিয়ে তাদের জন্য মন খুলে দোয়া করেন বীর মুক্তিযোদ্ধা এমপি রবি। এসময় মহান বিজয়ের মাস ডিসেম্বরকে সামনে রেখে শিক্ষার্থীদেরকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ও গল্প শোনালেন এবং মহান মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম নিয়ে শিক্ষার্থীদের সামনে এগিয়ে যাওয়ার আহবান জানালেন বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি এমপি।”
বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আয়েনউদ্দীন মহিলা আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ¦ মো. আবুল কাশেম, আলহাজ্ব মাস্টার আব্দুল মজিদ, মো. আব্দুল জলিল খোকন প্রমুখ। অন্যনদের মধ্যে বক্তব্য রাখেন কম্পিউটার শিক্ষক আবু সাঈদ বিশ্বাস। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ- দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, মাদ্রাসার শিক্ষক সাখাওয়াত উল্লাহসহ শিক্ষক/শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদায়ী অনুষ্ঠানে মানপত্র পাঠ করেন বিদায়ী শিক্ষার্থী তৌফিকা সিদ্দিকা। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ২২জন আলিম পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ প্রদান করা হয়। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক মোহাম্মদ আবুল হাসান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন