সাতক্ষীরায় র‌্যাবের অভিযানে ৫৩৫ পিস ইয়াবা সহ এক যুবক আটক হয়েছে। আটককৃত ঐ যুবকের নাম শেখ নাজমুল হক (২৪)।সে কলারোয়া উপজেলার কুশোডাঙ্গার তাহাজ্জুদ হোসেনের ছেলে।

র‌্যাব জানায়, আজ ৪ ডিসেম্বর ২০২১ তারিখ ১১.৩০ ঘটিকার সময় র‌্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত সংবাদ প্রাপ্ত হয়ে ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহনের উদ্দেশ্যে আভিযানিক দলটি সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন শাকদাহ, খানপাড়া (মসজিদ মোড়) রুহুল আমিনের নির্মানাধীন বাড়ির সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করলে র‌্যাবের উপস্থিতি টের পেলে ঘটনাস্থল থেকে কৌশলে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ শেখ নাজমুল হক (২৪), পিতা- শেখ তাহাজ্জত, মাতা- মোসাঃ মাসুরা খাতুন, সাং- পিছলাপোল (শেখ পাড়া), ওয়ার্ড নং- ০৭, কুশোডাঙ্গা ইউপি, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষিদের সামনে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৫৩৫ পিস ইয়াবা ট্যাবলেট, ০২টি সিমকার্ডসহ ০১টি মোবাইল,নগদ ৮০০/- (আটশত) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।


র‌্যাব-৬ খুলনা সদর দপ্তরের মিডিয়া সেল জানায়, গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করতঃ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন