![](https://sp-ao.shortpixel.ai/client/to_webp,q_glossy,ret_img/https://updatesatkhira.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মানিকগঞ্জ জেলা পুলিশের রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মো: হাবিবুর রহমান বিপিএম-বার, পিপিএম-বার।
গত ০৫ ডিসেম্বর ২০২১ খ্রি. তারিখ মানিকগজ্ঞ পুলিশ অফিসে আসলে মানিকগজ্ঞের পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান রেজ্ঞ ডিআইজি কে ফুলেল শুভেচ্ছা জানান। পরে রেঞ্জ ডিআইজি মানিকগঞ্জ জেলা পুলিশের সালামী গ্রহণ করেন।
পরিদর্শনকালে মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মাদ গোলাম আজাদ খান, পিপিএম-বার সহ মানিকগঞ্জ জেলা পুলিশের অন্যান্য অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।