মীর আবুবকর : সাতক্ষীরায় বঙ্গবন্ধুর সোনার বাংলা পলীতে আশ্রায়ন প্রকল্পের ঘর প্রাপ্ত ভূমিহীনদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলার ব্যাংকদহা গাভার চরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ-জোহরা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।
তিনি ভূমিহীনদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ উদ্বোধন করেন। এসময় বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনাদের ভালোবেসে ঘর তৈরি করে দিয়েছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা পলীকে সুন্দর পরিবেশে গড়ে তোলা হবে। সারাদেশে দুস্থ অসহায় ভূমিহীনদের জন্য এমন সুন্দর ঘর তৈরি করেছেন। এখানে সরকারি সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। এই ঘরগুলোকে সুন্দর করে সাজগোজে করার দায়িত্ব আপনাদের।
একটি সুন্দর পরিবেশ গড়ে তুলবেন যাতে মানুষ বুঝতে পারে এটি একটি আদর্শ পল্লী বঙ্গবন্ধু কন্যা সারা দেশের মানুষকে ভালো রাখতে পরিশ্রম করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ভূমিহীনদের মাঝে এ ঘর প্রদান করা হয়েছে। বিশেষ দিনে উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইয়ারুল হক। সহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত ছিলেন। এর পূর্বে জেলা প্রশাসক বঙ্গবন্ধু সোনার বাংলা পলীর পলীতে বসবাসকারী সকল ভূমিহীন পরিবারের সার্বিক খোঁজ-খবর নেন।