সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল, সাতক্ষীরা কর্তৃক ৪৪টি মোবাইল ফোন উদ্ধার এবং হস্তান্তর করা হয়েছে।
সোমবার সকালে সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে সাতক্ষীরা জেলা পুলিশ পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্ধারকৃত মোবাইল গুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেন।
জেলা পুলিশ জানায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইকবাল হোসেনের নেতৃত্বে জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি চৌকস টিম ইতিপূর্বে হারিয়ে যাওয়া মোবাইল ফোনের মধ্যে হইতে ডিসেম্বর /২০২১ মাসে বিভিন্ন ব্র্যান্ডের ৪২ টি মোবাইল ফোন উদ্ধার করেন। উদ্ধারকৃত মোবাইল ফোন সমূহ আজ ১০ জানুয়ারি ২০২২ খ্রিঃ তারিখ পুলিশ সুপার প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মোঃ ইকবাল হোসেন, সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহমেদ বাপী, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক সিনিয়র সাংবাদিক কল্যাণ ব্যানার্জী,দৈনিক সমকালের সাতক্ষীরা প্রতিনিধি ও এটিএন বাংলার সাতক্ষীরা প্রতিনিধি ও ভয়েস অফ সাতক্ষীরা র সম্পাদক এম কামরুজ্জামান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।