সাতক্ষীরা জেলা ফুটবল রেফারীজ এসোসিয়েশন-এর নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা মঙ্গলবার বিকালে জেলা পুলিশের সম্মেলন কক্ষে এসোসিয়েশনের সম্মানিত সভাপতি ও পুলিশ সুপার সাতক্ষীরা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)- এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।সভায় পুলিশ সুপার ও সভাপতি নব-নির্বাচিত কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভিনন্দিত করেন এবং কর্মকর্তাবৃন্দ তাঁকেও এ প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আন্তরিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। এসোসিয়েশনের সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তাঁকেও অভিনন্দন জানানো হয়।

পুলিশ সুপার এসময়  বলেন, খেলাধুলার মাধ্যমে দেশ ও জাতিকে সহজেই পরিচিত করানো যায় এক্ষেত্রে সাতক্ষীরার কৃতি খেলোয়াড় ও রেফারীরাও আমাদের জন্য সম্মান বয়ে এনেছেন।
সভায় রেফারিং-এর মানোন্নয়নে রিফ্রেসার্স কোর্স, ট্যালেন্ট হান্টিং সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। খেলার মাঠে শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা, সুষ্ঠুভাবে খেলা পরিচালনার জন্য আয়োজক সংস্থাগুলোকে এসোসিয়েশনের রেফারী গ্রহণের আহ্বান জানানো হয়। বর্তমানে এসোসিয়েশনে দুইশতাধিক কোয়ালিফাইড রেফারী-সদস্য রয়েছেন। এছাড়া বর্তমান ও সাবেক পুলিশ সুপার, বরেণ্য সংগঠক, সিনিয়র রেফারীবৃন্দ এসোসিয়েশনের আজীবন সদস্যের অলংকৃত করছেন।সভায় সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গকে এসোসিয়েশনের আজীবন সদস্য হওয়ার আহ্বান জানানো হয়।

চারজন সিনিয়র রেফারীকে সভায় আজীবন সদস্য পদ প্রদান করা হয়। সভায় জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক একেএম আনিছুর রহমানের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ এবং বর্তমান সাধারণ সম্পাদক ও এসোসিয়েশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা বদরুল ইসলাম খানসহ অসুস্থ ব্যক্তিবর্গের সুস্থতা কামনা করা হয়। এসোসিয়েশনের সহ-সভাপতিবৃন্দ, সভায় সাধারণ সম্পাদকসহ কর্মকর্তা নির্বাহী সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন