আজ ১৯ জানুয়ারি, ২০২২ তারিখে শিল্পাঞ্চল পুলিশ এর অতিঃ আইজিপি মোঃ শফিকুল ইসলাম বিপিএম (বার), পিপিএম, কর্তৃক শিল্পাঞ্চল পুলিশ-০১, আশুলিয়া, ঢাকা এর পুলিশ লাইন্স মাঠে অত্র ইউনিটের আওতাধীন শিল্পাঞ্চল এলাকায় বসবাসরত শ্রমিক ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন।

অতিঃ আইজি মহোদয় বলেন, শিল্পাঞ্চল পুলিশ শিল্পাঞ্চল এলাকায় আইন-শৃঙ্খলার পরিস্থিতি নিশ্চিত করার পাশাপাশি মহামারী করোনার সময়েও বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের মাঝে স্বাস্থ্য বিধান ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে ও সচেতনতার বৃদ্ধির জন্য লিফলেট বিতরণ ও প্রচারণা চালিয়ে শিল্প এলাকায় করোনা সংমক্রণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

এরই ধারাবাহিকতায়, শিল্পাঞ্চল পুলিশ শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো জন্য অত্র শিল্পাঞ্চল এলাকার শ্রমিক ও দরিদ্র জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করার মাধ্যমে কিছু মানুষের কষ্ট লাঘবের চেষ্টা করেছে। তিনি আরো বলেন, আগামীতে শিল্পাঞ্চল পুলিশ এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে।

উক্ত অনুষ্ঠানে শিল্পাঞ্চল পুলিশ-১, আশুলিয়া, ঢাকার পুলিশ সুপার, অতিঃ পুলিশ সুপারদ্বয়, সহকারী পুলিশ সুপারবৃন্দসহ ইউনিটের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন