সাতক্ষীরার কলারোয়া থেকে ১০৩ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়িকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার ভোরে উপজেলার উপজেলার ব্রজবাকস বাজার থেকে তাকে আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ির নাম শফিকুল ইসলাম (৩০)। তিনি হেলাতলা ইউনিয়নের ব্রজবাকস গ্রামের আনসার আলীর ছেলে।
র্যাব জানায়, ভারত থেকে অবৈধপথে মাদকের একটি বড় চালান কলারোয়া সীমান্ত দিয়ে ব্রজবাকস বাজার এলাকায় আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের এর একটি চৌকস দল সেখানে অভিযান চালায়। এ সময় হেলাতলা ইউনিয়নের ব্রজ বাকসা গ্রামস্থ সাতক্ষীরা টু কলারোয়া গামী হাবিব মার্কেটের সামনে পাকা রাস্তার উপর থেকে ১০৩ বোতল ফেন্সিডিলসহ উক্ত মাদক ব্যবসায়ি শফিকুলকে হাতে নাতে আটক করা হয়।
র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লীডার মো. ইশতিয়াক হোসাইন বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ফেন্সিডিলসহ আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজুপুর্বক তাকে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।