ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) দেশের উন্নয়নের স্বার্থে নৌ পুলিশের সক্ষমতা বাড়ানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন।

রাজধানীর শ্যামপুর-সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে বৃহস্পতিবার নৌ পুলিশের বিভিন্ন নৌযান পরিদর্শনকালে আইজিপি এ প্রত্যাশার কথা জানান।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ভিশন-২০৪১ পূরণের মাধ্যমে উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে দেশের সামগ্রিক উন্নয়নে নৌ পুলিশের অবদান আরও বাড়াতে এবং নৌপথে দেশের মানুষের পুলিশি সেবা নিশ্চিত করতে নৌ পুলিশের সক্ষমতা ধারাবাহিকভাবে বৃদ্ধি করতে চাই।’

ওই সময় আইজিপি নৌ পুলিশের ৩টি শিপ, ১১টি স্পিডবোট, ওয়াটার বাইক, কান্ট্রি বোট পরিদর্শন করেন।

দেশের মৎস্যসম্পদ সুরক্ষা এবং নৌপথের নিরাপত্তা নিশ্চিত করতে নৌ পুলিশের অসামান্য অবদানের কথা উল্লেখ করেন পুলিশপ্রধান।

তিনি বলেন, ‘নৌ পুলিশের তৎপরতায় উৎসস্থল থেকে অবৈধ জাল জব্দ ও ধ্বংস করায় দেশে জাটকাসহ অবৈধভাবে বিভিন্ন ধরনের মৎস্য আহরণ অনেক কমেছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন