খুলনা বিভাগীয় কমিশনারের সাথে সাতক্ষীরা পৌরসভার মেয়র ও কাউন্সিলরদের মত বিনিময় সভা অনুুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে পৌর সম্মেলন কক্ষে পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার মোঃ ইসমাইল হোসেন এনডিসি তিনি বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধদেশ হিসাবে গড়েতুলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। ২০৪১ মালে সোপন বাস্তবায়নে এতোমধ্যে দেশ অনেক কিছু অর্জন করতে সক্ষম হয়েছেন। সাতক্ষীরা একটি সমৃদ্ধ শালী জেলা, এ জেলার আরো উন্নত করতে সরকার কাজ করছেন। তিনি আরো বলেন, ভোমরা বন্দরের আধুনিকীকরন, চিংড়ী, আম, কুল, প্রসেসিং করে বিদেশে আরো বেশি রপ্তানী করতে হবে। সাতক্ষীরা পৌর সভার নাগরিক সুবিধা বৃদ্ধির জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়েছে। নাগরিক যেন ন্যায় সুবিধা থেকে বঞ্চিত না হয়। তবে সকল নাগরিক যথা সময়ে পৌর কর সহ বিভিন্ন বিল পরিশোধ করতে হবে। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির, সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মাশরুবা ফেরদৌস, পৌর সভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো: নাজিম উদ্দিন, এসময় পৌর মেয়র কাউন্সিলর কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।