এ বছর ‘সমরেশ বসু সাহিত্য পুরস্কার-২০২২’ পেয়েছেন সাহিত্যিক ও ঢাকাপ্রকাশ ২৪.কমের প্রধান সম্পাদক মোস্তফা কামাল,বিশিষ্ট কবি – সাহিত্যিক  সিনিয়র সচিব এসডিএফ চেয়ারপার্সন আবদুস সামাদ সহ ৩০ জন বিশিষ্ট ব্যক্তি। মোস্তফা কামাল তার ইতিহাসভিত্তিক উপন্যাস-‘১৯৭৫’র জন্য এই পুরস্কারে ভূষিত হয়েছেন।

এবার আরও পুরস্কার পেয়েছেন -প্রখ্যাত কন্ঠশিল্পী সৈয়দ আবদুল হাদী (জীবনের গান-আত্মজীবনী) ও ফকির আলমগীর (মরণোত্তর), নাট্যজন ম. হামিদ (সেই অন্ধকার), শাহজাহান চৌধুরী (আমি, আশনা ও মং প্রু), লায়লা নাজনীন হারুন (যুদ্ধ ও পূর্ণবাসন),

সাবেক সিনিয়র সচিব ও এসডিএফ চেয়ারপার্সন মো:  আব্দুস সামাদ ফারুক (জল জোছনায় নাজমুল), জামিউর রহমান লেমন (কাশবনের ভূত), হাসনাত লোকমান (রাসেলের জন্য ভালোবাসা-সম্পাদনা), ড. শাহাদাত হোসেন নিপু (নিপু শাহাদাত-সব্বার বন্ধু বঙ্গবন্ধু), মাহবুব আজীজ (কালের খেয়া সম্পাদনা, সমকাল), এ. কে. বাকী বিল্লাহ (সাংবাদিক), গোলাম কিবরিয়া (সচিত্র বাংলাদেশ সম্পাদনা), আলী নিয়ামত (সাংবাদিক), মুহাম্মদ মহিউদ্দিন (গল্পকার-সম্পাদনা), মঞ্জুর-উল আলম চৌধুরী (বিশিষ্ট গীতিকার), তাশিক আহমেদ (উপদেষ্টা, অনুষ্ঠান, এটিএন বাংলা), ড. মো. আলমগীর আলম (অণুকবিতা), সুরাইয়া আলমগীর (স্বপ্নের দেশে, দেশে), রাজেন্দ্রচন্দ্র দেব মন্টু (সাংবাদিক ও সংগঠক), রতনচন্দ্র বালো (অনুসন্ধানী প্রতিবেদন), নাজমুল খান (অভিনেতা ও সংগঠক), ফারহানা আহম্মেদ পলি (কবি), মুজতবা সউদ (লেখক), রেজানুর রহমান (বঙ্গবন্ধুর বাড়ি, সাংবাদিক), গাজী ফারুক (অভিনেতা ও নির্দেশক), ড. খলিলুর রহমান সরকার (ক্যান্সার চিকিৎসা), দিলীপ কুমার আগারওয়াল (কলামিস্ট, ডায়মন্ড ওয়াল্ডের কর্ণধার), শহীদুল ইসলাম বিজু (পাঠক সমাবেশ, প্রকাশক) ও সোহানূর রহমান সোহান (চলচ্চিত্র পরিচালনা)।

বাংলা প্রকাশনীর উদ্যোগে আজ ১১ ফেব্রুয়ারি, শুক্রবার বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে পুরস্কার প্রদান করা হয়।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন