মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষে একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে  সাতক্ষীরা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে ।

সোমবার দিবাগত রাত ১২.০১ মিনিটে  কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম(বার)।

শ্রদ্ধা নিবেদন কালে এসময় উপস্থিত ছিলেন ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো: বেলায়েত হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন  ও অর্থ ) মো: সজীব খান, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো: ইকবাল হোসেন, বিশেষ শাখার ডিআই-১ মিজানুর রহমান,ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) শ্যামল কুমার চৌধুরী, সাাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবির,ট্রাফিক পরিদর্শক হাসান মল্লিক, জেলা ডিবির ওসি বাবুল আক্তার, সাাতক্ষীরা থানার ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বজিৎ কুমার,ইন্সপেক্টর (অপারেশন) তারিক আজিজ, ডিবির পরিদর্শক তরিকুল ইসলাম, পরিদর্শক মামুন সিদ্দিকী সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ। 

প্রাসংঙ্গত :  সর্বস্তরের মানুষ যেনো নির্বিঘ্নে শহিদদের স্মরণে ভালবাসা নিবেদন করতে পারে সে লক্ষে সন্ধার পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জেলা পুলিশের পক্ষ থেকে রাখা হয়েছিল কঠোর নিরাপর্ত্তা ব্যবস্থা





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন