করোনা মহামারি নিয়ন্ত্রণে দেশ ব্যাপি এক কোটি মানুষের মাঝে গণটিকাদান কার্যক্রম প্রদানের অংশ হিসেবে সাতক্ষীরায় শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। জেলায় ১লাখ মানুষকে টিকা দানের কর্মসূচি নিয়ে আজ শনিবার সকাল থেকে জেলার ৭৮টি ইউনিয়নে ও দুটি পৌর সভার মোট ২৪৩ টি কেন্দ্রে একযোগে এই টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে উক্ত গণটিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন, সিভিল সার্জন ডা. হুসাইন
শাফায়েত।
এদিকে, জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির ও সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়েত, জেলা পরিবার পরিকল্পনার উপপরিচালক রওশন আরা জামান,সদর উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা.মাহাবুবুর রহমান,সদর উপজেলার ফ্যামিলি প্লানিং অফিসার আবদুস সেলিম সকাল থেকে জেলার বিভিন্ন টিকাদান কেন্দ্রের টিকাদান কার্যক্রম পরিদর্শন করেছেন। জেলার টিকাদান কেন্দ্রে গুলিতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ গ্রামের সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে।
জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডাঃ জয়ন্ত কুমার সরকার জানান, জেলায় আজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১ লাখ।