র‌্যাব-৬  অভিযান চালিয়ে সাতক্ষীরা হতে ০১টি ওয়ান শুটারগানসহ ০১ জন আসামীকে  গ্রেফতার করেছে।গত ০৮ মার্চ ২০২২ তারিখ র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আভিযানিক দলটি একই তারিখ ২১.৪৫ ঘটিকার সময় সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন হুলহুলিয়া গ্রামের ঈদগাহ বটতলা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে আসামী ১। কামরুল হাসান(১৯), পিতা-আব্দুল খালেক, মাতা-মর্জিনা খাতুন, সাং-নাথপুর (মোল্লা পাড়া), থানা-কলারোয়া, জেলা-সাতক্ষীরাকে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে আসামীর হেফাজত হতে (ক) ০১টি দেশীয় তৈরী ওয়ান শুটারগান, (খ) ১টি মোবাইলসেট ও (গ) ০১টি সিমকার্ড উদ্ধার পূর্বক জব্দ করে।

র‌্যাব-৬খুলনা সদর দপ্তরের মিডিয়া সেল জানায়, জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করতঃ আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজু করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন