হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী মহান স্বাধীনতার স্থাপতি জাতির জনক বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে সাতক্ষীরা জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়েছে।আজ ১৭ মার্চ ২০২২খ্রিঃ রোজ বৃহম্পতিবার সকাল ৯ টা ৩০ মিনিটে  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার শহরের খুলনা রোড মোড়ে অবস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিস্থম্বে ফুলের ডাালি দিয়ে শ্রদ্ধা অর্পণ করেন।

শ্রদ্ধাজ্ঞাপন কালে সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মো: সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো: ইকবাল হোসেন,দেবহাটা সার্কেলের সিনিয়র এএসপি এসএম জামিল আহমেদ,বিশেষ শাখার ডিআই-১ মিজানুর রহমান,ট্রাফিক পুলিশের টিআই প্রশাসন শ্যামল কুমার চৌধুরী,  সাতক্ষীরার থানার অফিসার ইনচার্জ মোহাম্মাদ গোলাম কবীর, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ বাবুল আক্তার, সাতক্ষীরা থানার ইন্সপেক্টর তদন্ত বিশ্বজিৎ কুমার,ইন্সপেক্টর অপারেশন তারিক আজিজ,সদর ফাড়ির আইসি জহুরুল ইসলাম,ডিবির পরিদর্শক তরিকুল ইসলাম,ডিবির পরিদর্শক মামুন সিদ্দিকী সহ বিভিন্ন পদমর্যাদা র পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।এর আগে সাতক্ষীরা জেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্মৃতিস্থম্বে শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

পরে  সাতক্ষীরা জেলার পিবিআই, সিআইডি ও র‍্যাবের ক্যাম্প কমান্ডার তাদের নিজ নিজ ইউনিটের পক্ষ থেকে বঙ্গবন্ধুর স্মৃতিস্থম্বে ফুলের ডালি দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

একই দিন দুপুরে জাতিয় শিশু দিবস ও বঙ্গবন্ধুর ১০২ তম জন্মবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে কেক কাটা,  আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে  সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়।

পুলিশ লাইন্স স্কুলের সভাপতি ও সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে চীফ গেষ্ট হিসাবে উপস্থিত ছিলেন জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।অনুষ্ঠানে স্পেশাল গেষ্ট হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুনাক সভানেত্রী  নাদিয়া আফরোজ,  জেলা প্রশাসক পত্নী  ও জেলা লেডিস ক্লাবের সভানেত্রী  জেসমিন জাহান সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাবৃন্দের পত্নী গণ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের  প্রধান শিক্ষক ও বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক বৃন্দ ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

অনুষ্ঠানে পুলিশ সুপার তাঁর বক্তব্যে উপস্থিত শিশু-কিশোরদের বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রানিত হয়ে মনোযোগ দিয়ে পড়ালেখা করার জন্য আহবান জানান এবং মানুষের মত মানুষ হয়ে গড়ে ওঠার তাগিদ দেন।

আলোচনা সভা শেষে কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০২ তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়।


তারপর আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মনোমুগ্ধকর গান ও নৃত্য পরিবেশনা করেন এবং পরবর্তীতে আমন্ত্রিত সংগীত শিল্পী আবু আফফা্ন রোজ বাবু ও শামীমা পারভীন রত্না বঙ্গবন্ধুকে নিয়ে দেশাত্ববোধক সংগীত পরিবেশনা করেন। সবশেষে সবার অংশগ্রহণে রাফল ড্র আয়োজনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।

 





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন