শেখ আরিফুল ইসলাম আশা: সাতক্ষীরার ৭৩,৭৯৭টি পরিবারকে সাশ্রয়ী মূল্যে টিসিবির বিভিন্ন ভোগ্যপন্য বিক্রয়ের লক্ষ্য নিয়ে আজ রোববার থেকে শুরু হয়েছে কার্ড ভিত্তিক প্যাকেজ বিতরন। সকালে সাতক্ষীরা পৌরসভার সরকারি উচ্চ বিদ্যালয় ময়দানে টিসিবির এই পন্য বিক্রয় উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত এই বিক্রয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র তাসকিন আহমেদ চিশতী এবং সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।
আজ রোববার সাতক্ষীরা পৌর এলাকা ছাড়াও সদর উপজেলার ১৪টি ইউনিয়নের সব কয়টিতে দেওয়া হয়েছে টিসিবির ভোগ্যপন্য। এর আগে চেয়ারম্যান ও মেম্বরদের তৈরী করে দেওয়া তালিকা অনুযায়ী কার্ড বিতরন করা হয়। প্রতি কার্ডের বিপরীতে সাশ্রয়ী ৪৬০ টাকা মূল্যে কার্ডধারীরা ২ কেজি চাল, ২ কেজি চিনি ও ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। সাশ্রয়ী মূল্যে টিসিবির এই পন্য ক্রয়ের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকাগুলিতে ভিড় জমে যায়। দুই দফায় এই খাদ্যপন্য বিতরন করা হবে উল্লেখ করে কর্মকর্তারা বলেন, কয়েকদিন ধরে তা চলতে থাকবে। প্রথম দফায় সাতক্ষীরা পৌরসভা ও ১৪টি ইউনিয়ন সহ মোট ১৭ হাজার ১৪৪টি পরিবার এই সুবিধা লাভ করবে। ——————–