শনিবার বেলা ২টার সময় সাতক্ষীরা শহরের কামালনগরে অবস্থিত ১৫০ বছরের পুরাতন কবরস্থান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মো: হুমায়ুন কবীর। এই সময় তিনি পুরো কবরস্থান ঘুরে দেখেন, কোথাও তিল পরিমান জায়গা খালি নেই।

এরপর তিনি কবরস্থান কমিটি ও এলাকাবাসীর সাথে কবরস্থান সম্প্রসারণের বিষয়ে মতবিনিময় করেন। এসময় জেলা প্রশাসক বলেন, বিষয়টি যেহেতু মানবিক সেজন্য দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলে বর্ধিত জায়গা ক্রয়ের ব্যবস্থা গ্রহন করা হবে। এসময় উপস্থিত ছিলেন কবরস্থান কমিটির সভাপতি সমাজ সেবক ডা: আবুল কালাম বাবলা, সাধারণ সম্পাদক সাংবাদিক আমিরুজ্জামান বাবু, কামরুজ্জামান রাসেল, মশিউর রহমান, মাজেদ খান, আব্দুস সবুর, মোহাম্মাদ হোসেন, আব্দুল কাদের, মুকুল গাজী, হাফেজ সোবহান, খাদেম সিদ্দিকুর রহমান ও অমেদ আলী। আলোচনা শেষে জেলা প্রশাসক কবরবাসীদের রুহের মাগফেরাত কামনা করে জিয়ারাত করেন। এসময় দোয়া পরিচালনা করেন কামালনগর মসজিদের খতিব হাফেজ মাও: মুফতি ইয়াছিন আলম খান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন