ডিবির ওসি বাবুল আক্তারের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান : চৌদ্দ বোতল ফেন্সিডিল সহ আটক-১

দ্বারা Update Satkhira
০ মন্তব্য 335 দর্শন

 

সাতক্ষীরা ডিবি পুলিশ অভিযান চালিয়ে ১৪ বোতল ফেন্সিডিল সহ এক যুবক কে আটক করেছে।আকটকৃত যুবকের নাম ছাদেক আলী সরদার(৫১)। সে শ্রীপুরের মৃত মৃত আব্দুল আজিজ সরদারের ছেলে।

ডিবি পুলিশ জানায়,পুলিশ সুপার সাতক্ষীরা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার এঁর নির্দেশনা মোতাবেক জেলা ডিবির ওসি বাবুল আক্তারের নেতৃত্বে এস আই আব্দুল আলিম, এএসআই ইমামুল মোল্লা, এএসআই তারকচন্দ্র মন্ডল সহ ডিবি সাতক্ষীরার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মোঃ ছাদেক আলী সরদার(51)কে আটক করেন। এসময় তার কাছ থেকে ১৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।আটকের বিষয়টি নিশ্চিত করে ডিবির অফিসার ইনচার্জ বাবুল আক্তার জানান, আটককৃতের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে  নিয়মিত মামলা রুজু পুর্বক তাকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।

প্রাসংঙ্গত : (মাদক ব্যবসাীদের ভাষ্যমতে)  সীমান্তে বিজিবি ও বিএসএফ এর কড়া তৎপরতার কারনে মাস দুই সাাতক্ষীরার কোন সীমান্ত দিয়ে চোরাকারবারি রা মাদক পাচার করতে পারছেনা।যদিও খুব সীমিত আকারে আসলেও তা সাতক্ষীরার ডিবি পুলিশ – থানা পুলিশ-বিজিবি ও র্্যাব সেগুলো আটক করে ফেলছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন