সিনিয়র সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন :  দু’কুলে কেউ না থাকা অসুস্থ তরুণ ইন্দ্রজিৎ সরকার (৪২) হৃদরোগে আক্রান্ত হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে সাহায্য করার মতোও কেউ নেই। তিনি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের শশাডাঙ্গা গ্রামের মৃত বিমল সরকারের ছেলে। ঔষধ কিনে খাওয়ার মতো অর্থও তার কাছে নেই। পেশা বলতেও তার কিছু নেই, কেবলমাত্র ধর্মপ্রচারই তার কাজ।
ইন্দ্রজিৎ সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফেরত হয়ে বর্তমানে শশাডাঙ্গার বাড়িতে অসহায় অবস্থায় পড়ে আছে। ইন্দ্রজিৎ জানান, চিকিৎসক তাকে হার্টে রিং পরাতে বলেছেন। কিন্তু তিনি খুব অসহায় চিকিৎসা করানোর মতো নুন্যতম অর্থ তার নেই। সাহায্য করবে আপন বলতে তেমন কেউ নেই চিকিৎসার জন্য ভারতে যাওয়াও  জরুরী হয়ে পড়েছে। এজন্য তিনি মানবিক ও সহৃদয় ব্যক্তি সবার কাছে সাহায্যের আবেদন করেছেন।স্বহৃদয়বান ব্যক্তিদের ০১৭৩০ ৯২৬৯০৩ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হল।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন