খুলনা রেঞ্জের মে ২০২২ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ১৩ জুন ২০২২ খ্রি. তারিখ খুলনা রেঞ্জের মে ২০২২ মাসের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার)।

সভার শুরুতে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে সদ্য পদোন্নতি পাওয়া  প্রবীর কুমার রায় পিপিএম(বার), পুলিশ সুপার, নড়াইল;  মুনতাসিরুল ইসলাম পিপিএম, পুলিশ সুপার, ঝিনাইদহ এবং  মোছা: তাসলিমা খাতুন, কমান্ড্যান্ট(এসপি) আরআরএফ, খুলনাকে র‌্যাংক ব্যাজ(Rank Badge) পরিয়ে দেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার)।

অতঃপর খুলনা রেঞ্জাধীন ১০টি জেলার পুলিশ সুপার

এবং ইনসার্ভিস ট্রেনিং সেন্টারসমূহের কমান্ড্যান্ট(এসপি)গণ কর্তৃক গত ০৫ জুন ২০২২খ্রি. তারিখে স্বাক্ষরিত ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) আনুষ্ঠানিকভাবে খুলনা রেঞ্জ  ডিআইজির  নিকট হস্তান্তর করেন।

মে ২০২২ মাসের তদন্ত ও অপরাধ দমন কর্মকান্ড পর্যালোচনায় রেঞ্জের শ্রেষ্ঠ জেলা হিসেবে ‘চুয়াডাঙ্গা’, শ্রেষ্ঠ সার্কেল হিসেবে ‘নাভারণ সার্কেল, যশোর’ ও শ্রেষ্ঠ থানা হিসেবে ‘সাতক্ষীরা সদর থানা, সাতক্ষীরা’কে পুরস্কৃত করা হয়।

চুয়াডাঙ্গা সদর থানার এসআই (নি.) মো: আশিকুল ইসলাম, বাগেরহাট সদর থানার এএসআই (নি.) জাহিদুল ইসলামকে যথাক্রমে রেঞ্জের শ্রেষ্ঠ এসআই ও এএসআই হিসেবে পুরস্কৃত করেন খুলনা রেঞ্জ ডিআইজি ড. খঃ মহিদ উদ্দিন বিপিএম(বার)।

সভায় রেঞ্জ ডিআইজি  উপস্থিত খুলনা রেঞ্জাধীন পুলিশ সুপারগণকে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমনে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ এবং অপরাধ নিয়ন্ত্রনে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা প্রদান করেন। অধীনস্থ পুলিশ সদস্যদের কার্যক্রম নিয়মিত তদারকি করতে নির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন এ কে এম নাহিদুল ইসলাম বিপিএম, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ);  মোঃ নজরুল ইসলাম বিপিএম, পিপিএম, এ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্ এন্ড ক্রাইম), খুলনা রেঞ্জ সহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ, কমান্ড্যান্ট(এসপি) আরআরএফ, ইনসার্ভিস ট্রেনিং সেন্টারসমূহের কমান্ড্যান্ট(এসপি)বৃন্দ, পিবিআই’র পুলিশ সুপারবৃন্দ এবং সিআইডি’র কর্মকর্তাবৃন্দ।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন