সাতক্ষীরায় স্বাস্থ্য শিক্ষা বিষয়ক এডভোকেসি সভা সিভিল সার্জন কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন সিভিল সার্জন ডা: হুসাইন সাফায়াত।

প্রধান আলোচক ছিলেন  জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা  পুলক চক্রবর্তী।। সিভিল সোসাইটি ও গণমাধ্যমকর্মীদের সম্পৃক্ততায় মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত কর্মশালায় আলোচনা করেন, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা শাহিনুর খাতুন।

‘আজমিরী ইন্টার ন্যাশনাল’ ও ‘লাইফ স্টাইল হেলথ এডুকেশন এন্ড প্রমোশন’ এর আয়োজনে জেলা স্বাস্থ্য শিক্ষা অফিসের বাস্তবায়নে অনুষ্ঠিত কর্মশালায় আরও আলোচনা করেন বিডি নিউজের শরীফুল্লাহ কায়সার সুমন, চ্যানেল টোয়েন্টিফোরের আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক গাজী মোমিন উদ্দিন, সুশীলনের সাতক্ষীরা অফিসের প্রধান জিএম মনিরুজ্জামান প্রমুখ।

আলোচকরা বলেন, করোনা পরিস্থিতি এখনও পুরোপুরি নিরসন হয়নি। সচেতনতা এখনও খুব জরুরী। আগেও সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগ ও সিভিল সোসাইটির মানুষের তৎপরতায় তরুণ স্বেচ্ছাসেবকদের সহায়তায় দীর্ঘদিন সাতক্ষীরাকে করোনা মুক্ত রাখা গিয়েছিল। বাংলাদেশের আক্তান্ত জেলাগুলোর মধ্যে একেবারে শেষের দিকে আক্রান্ত হয়েছিল এই জেলা। ভবিষ্যতেও সর্বক্ষেত্রে সাতক্ষীরার প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, সিভিল সোসাইটি, গণমাধ্যম, স্বেচ্ছাসেবক সবাইকে ঐক্যবদ্ধভাবে সবরকম পরিস্থিতি মোকাবেলা করতে হবে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন