স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিয়মতান্ত্রিক মিটিং, সভা, প্রচার করলে সরকারের কোনো আপত্তি নেই।
সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে রোববার জাতীয় শোক দিবস উপলক্ষে আইনশৃঙ্খলাবিষয়ক সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘নিয়মতান্ত্রিক মিটিং, সভা, প্রচার করলে আমাদের কোনো আপত্তি নেই…প্রতিবন্ধকতা সৃষ্টি করলে নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না; তাদের কাজ তারা করবে।’
তিনি জোর দিয়ে বলেন, ‘যখনই প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, রাস্তাঘাট বন্ধ করার চেষ্টা করবে, জানমালের ওপর আঘাত করবে, সেখানে আমাদের নিরাপত্তা বাহিনী চুপচাপ বসে থাকবে না; তাদের কাজ তারা করবে।’
এসময় স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আখতার হোসেন, র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন,এসবির প্রধান মো: মো: মনিরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব গণ, ঢাকা রেঞ্জের ডিআইজি মো: হাবিবুর রহমান সহ বিভিন্ন ইউনিটের প্রধানগণ আইনশৃঙ্খলাবিষয়ক সভায় উপস্থিত ছিলেন।