ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন সাতক্ষীরার পুলিশ সুপার আম্পায়ার্স ও রেফারীজ এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম-বার।
বৃহস্পতিবার তাকে ফুলেল ভালোবাসায় বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। জেলা রেফারি ও আম্পায়ার্স এসোসিয়েশনের আয়োজনে এদিন বিকাল ৫টায় সাতক্ষীরা স্টেডিয়াম ভবনে জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুল মোমেন খান সান্টুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স।
শ্রাবণের হালকা বৃষ্টি ঝরা বিকেলে পুলিশ সুপারকে সংবর্ধনা ও বিদায় জানাতে উপস্থিত হন অতিরিক্ত পুলিশ সুপার( প্রশাসন এন্ড অর্থ) সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) কনক কুমার দাস, রেফারি এসোসিয়েশনের সাধারণ সম্পদক ও সাবেক ফিফা রেফারি তৈয়ব হাসান, জেলা ক্রীড়া সংস্থার ভারপ্রাপ্ত সাধারণ সম্পদক মাহমুদুল হাসান মুক্তি, জেলা আম্পায়ার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আ ম আক্তারুজ্জামান মুকুল, রেফারি এসোসিয়েশন সহ-সভাপতি রফিউল ইসলামসহ জেলা ক্রীড়া সংস্থা, ফুটবল, রেফারি ও আম্পায়ার্স এসোসিয়েশন, ধারাভাষ্যকার ফোরামের সকল কর্মকর্তা ও সদস্যগণ।
এ সময় পুলিশ সুপার বলেন, নেগেটিভ ধারণা নিয়ে সাতক্ষীরায় এসেছিলাম, কিন্তু আসলে সাতক্ষীরার মানুষের সহযোগিতায় ও আতিথেয়তায় আমি মুগ্ধ। সাতক্ষীরার ক্রীড়া জগতের মানুষ অতিথি আপ্যায়নে অনন্য। এ জেলার মানুষ শান্তিপ্রিয়। প্রায় তিন বছর সাতক্ষীরা রেফারি ও আম্পায়ার্স মানুষের সেবায় কাজ করেছি। যদি আবার কখনো রেফারি ও আম্পায়ার্স মানুষের সেবা করার সুযোগ পাই তাহলে সাতক্ষীরার মানুষের জন্য প্রাণ ভরে কাজ করব। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে পুলিশ সুপারকে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার দিয়ে সংবর্ধনা প্রদান করা হয়। রেফারি ও আম্পায়ার্স এসোসিয়েশনের আজীবন সদস্য থাকবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
সংবাদ পত্রদূতের।