সাতক্ষীরা জেলার ২৭ তম পুলিশ সুপার হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেছেন নবাগত পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান।

গতকাল ২৩ আগস্ট ২০২২খ্রিঃ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব ভার গ্রহণ করেন নবাগত পুলিশ সুপার  কাজী মনিরুজ্জামান।

তিনি সাতক্ষীরা জেলায় যোগদান করেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

নবাগত পুলিশ সুপার  কে তাঁর কার্যালয়ে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান,

অতিরিক্ত  পুলিশ সুপার কনক কুমার দাস, সদর সার্কেল মীর আসাদুজ্জামান ,কালিগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম,দেবহাটা সার্কেল সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেন প্রমুখ।

তিনি যোগদান করে সৌজন্য  সাক্ষাৎ করেন অত্র জেলার আগত অতিথি বাংলাদেশ পুলিশের কিংবদন্তী আইজিপি ড.বেনজীর আহমেদ বিপিএম-বার এঁর সহধর্মিনী ও বাংলাদেশ পুনাক সভানেত্রী জীশান মীর্জার সাথে।এসময় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন সজীব খান,অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম কনক কুমার দাস, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।

পরে নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পুলিশ সুপার কার্যালযের কনফারেন্স কক্ষে জেলার  সকল অফিসার ইনচার্জ এবং সকল পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথেও সৌজন্য সাক্ষাৎকার ও মতবিনিময় করেন এবং আইন-শৃঙ্খলা রক্ষার্থে সাতক্ষীরা জেলাবাসীর  সহযোগীতা কামনা করেছেন নবাগত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন