ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যুগ্ম পুলিশ কমিশনার পদে দুইজন কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর যুগ্ম পুলিশ কমিশনার সাইফুল্লাহ আল মামুন, বিপিএম, পিপিএম-বারকে যুগ্ম পুলিশ কমিশনার (পিওএম) হিসেবে পদায়ন করা হয়েছে। তিনি প্রটেকশন এন্ড ডিপ্লোমেটিক সিকিউরিটির যুগ্ম পুলিশ কমিশনার হিসেবেও অতিরিক্ত দায়িত্ব পালন করবেন।
মঙ্গলবার (২২ আগস্ট ২০২২) ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার) স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।
পৃথক আরেক আদেশে যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম বারকে যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস্) হিসেবে পদায়ন করা হয়েছে।মোহাম্মদ জায়েদুল আলম, পিপিএম বার গতকাল পূর্বাহ্নে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (লজিস্টিকস্) হিসাবে যোগদান করে দায়িত্ব বুঝে নেন। মোহাম্মদ জায়েদুল আলম পিপিএম-বার ২২ তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসাবে যোগদান করেন।তিনি এর আগে মুন্সিগঞ্জ ও নারায়নজ্ঞ জেলার পুলিশ সুপার হিসাবে সুনাম ও দক্ষতার সহিত পেশাগত দায়িত্ব পালন করেন।