পিবিআই সাতক্ষীরা জেলা কর্তৃক অপহরণ মামলার ভিকটিম মোছাঃ সানজিদা খাতুন (১৪) {ছদ্মনাম} কে উদ্ধার করা হয়েছে।
সুত্রঃ পিটিশন মামলা নং- ২৪৫/২০২২(কলারোয়া),ধারা- নারী ও শিশু নির্যাতন আইনের ৭/৩০ ধারা।
তদন্তকারী কর্মকর্তাঃ এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান।
সাতক্ষীরা পিবিআই সুত্রে জানা যায়,অত্র মামলার ভিকটিম মোছাঃ সানজিদা খাতুন (১৪) {ছদ্মনাম} কে গত ২০/০৫/২০২২ ইং রাত অনুমান ০৮.৩০ ঘটিকায় সাতক্ষীরা জেলার কলারোয়া থানাধীন দেয়াড়া সাকিনস্থ বাদীর নিজ বাড়ীর পার্শ্ব হতে বিবাদীগন ভিকটিমকে অপহরণ করে মর্মে এজাহারে বাদী উল্লেখ করেন।
ভিকটিমের পিতা বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা দায়ের করলে বিজ্ঞ আদালতের নির্দেশে পিবিআই সাতক্ষীরা জেলার এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান তদন্ত ভার গ্রহণ করার পর হতে সাতক্ষীরা ও যশোর জেলার বিভিন্ন এলাকায় অবস্থানের বিষয়টি সিডিআর পর্যালোচনায় নিশ্চিত হয়ে পিবিআই সাতক্ষীরা জেলার ইউনিট ইনচার্জ পুলিশ সুপার মীর মোঃ শাফিন মাহমুদ এঁর সঠিক দিক নির্দেশনা ও তত্ত্বাবধানে
পিবিআই সাতক্ষীরা জেলার এসআই (নিঃ) মোঃ সোহানুর রহমান এর নেতৃত্বে একটি টিম যশোর জেলার মনিরামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে অদ্য ০৫/০৯/২২ ইং তারিখ সকাল ১০.০০ ঘটিকায় ভিকটিম মোছাঃ সানজিদা খাতুন (১৪) {ছদ্মনাম} কে উদ্ধার করে। ভিকটিমের ধর্ষণ সংক্রান্ত ডাক্তারি পরিক্ষাসহ ভিকটিম মোছাঃ সানজিদা খাতুন (১৪) {ছদ্মনাম} এর বিজ্ঞ আদালত ২২ ধারা মতে জবানবন্দি লিপিবদ্ধ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।