
আসন্ন শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নকরণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল দুপুরে খুলনা রেঞ্জ ডিআইজি ড.খ:মহিদ উদ্দিন বিপিএম-বার এঁর সভাপতিত্বে রেঞ্জ অফিসের কনফারেন্স কক্ষে পুজাউদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে খুলনা রেঞ্জ ডিআইজির মতবিনিময় অনুষ্ঠিত হয়।
![]()
সভায় রেঞ্জ ডিআইজি খুলনা বিভাগের সকল জেলার পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং খুলনা, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া জেলার পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকগণের সাথে মতবিনিময় করেন।
খুলনা রেঞ্জর সকল জেলার পুলিশ সুপারগণের উপস্থিতিতে অনুষ্ঠিত এ সভায় আসন্ন শারদীয় দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের পরিবেশ বজায় রাখার জন্য সার্বিক নির্দেশনা প্রদান করেন। প্রত্যেক পূজা মন্ডপে সিসি ক্যামেরা স্থাপনসহ সঠিকভাবে গোয়েন্দা নজরদারির নির্দেশনা প্রদান করেন।
![]()
সভায় আরও উপস্থিত ছিলেন মোঃ ইকবাল, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), মোঃ নিজামুল হক মোল্যা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), মোঃ আতিকুর রহমান পিপিএম, অতিরিক্ত ডিআইজি (অপারেশনস্) খুলনা রেঞ্জসহ রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং খুলনা রেঞ্জের ১০ টি জেলার পুলিশ সুপারবৃন্দ।
