
শারদীয় দুর্গোৎসব-২০২২ নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে আজ ৪ঠা অক্টোবর ২০২২খ্রি. কলারোয়া থানাধীন বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান ।
![]()
পরিদর্শনকালে তিনি পূজা আয়োজক কমিটি ও পূজা মন্ডপে আগত পূণ্যার্থী,ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

পুলিশ সুপার এ সময় সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে নির্বিঘ্ন ও উৎসবমূখর পরিবেশে দুর্গোৎসব উদযাপন করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পুলিশ কর্তৃক গৃহীত বিবিধ নিরাপত্তা সংক্রান্ত ব্যবস্থার উপর আলোকপাত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
![]()
কলারোয়া পৌর এলাকার তুলশীডাঙ্গা ঘোষপাড়া মন্ডপ,সোনাবাড়িয়া শ্যামসুন্দর মন্ডপসহ অন্যান্য পূজা মন্ডপ পরিদর্শনকালে তাঁর সাথে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপারেশন) মোঃ আতিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান,কলারোয়া আ’লীগের সভাপতি ফিরোজ হোসেন স্িপন, ওসি কলারোয়া নাছির উদ্দিন মৃধা, , ডিআইও এবং ওসি ডিবি বাবলুর রহমান সহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
![]()
