সাতক্ষীরা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ২০০ গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ ০১ জন আসামীকে গ্রেফতার করেছে।থানা পুলিশ জানায়,সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান এঁর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অপরাধ)  মোঃ সজিব খাঁন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)  মীর আসাদুজ্জামানের তত্ত্বাবধানে সাতক্ষীরা থানার  অফিসার ইনচার্জ আবু জিহাদ ফকরুল আলম খান এঁর নেতৃত্বে গতকাল ০৪/১১/২০২২ তারিখ রাত ০৯ :৩০ ঘটিকায় থানার বিশেষ অভিযানে টিমের এসআই দেব কুমার/এএসআই সাইমন ঢালী  সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া সাতক্ষীরা থানাধীন ভোমরা শ্রীরামপুর বাজারস্থ জনৈক শহিদুল ইসলামের দোকানের সামনে হতে ২০০ গ্রাম মাদকদ্রব্য গাঁজা, মূল্য অনুমান ৫,০০০ /- টাকা সহ আসামী ১। আব্দুর রাজ্জাক, পিতা-মৃত আমিন গাজী, সাং কুলিয়া, থানা-দেবহাটা কে গ্রেফতার করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে সাতক্ষীরা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান জানান,আটককৃত  আসামীর বিরুদ্ধে সাতক্ষীরা থানার মামলা নং-২৩, তাং ০৪/১১/২২, ধারা-মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৯(ক)/৪১ মূলে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।তিনি আরো জানান আটককৃত আসামীকে বিঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।





০ মন্তব্য

আরও পোস্ট পড়ুন

মতামত দিন